বুধবার, এপ্রিল ৯

পোরশায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন এর দ্বিবাসী কাউন্সিল অনুষ্ঠিত

২৬ শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪  টায় নওগা পোরশা সারাইগাছী স্কুল ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এর দ্বি বার্ষিক কাউন্সিল ২০২৪ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ সালেক চৌধুরী সাবেক এমপি নওগাঁ ১ ।তিনি তার বক্তব্যে বলেন পল্লী চিকিৎসক গন গ্রামে গঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে দিনে রাতে অক্লান্ত সেবা দিয়ে থাকেন তাদের এই সেবাকে আমাদের মূল্যায়ন করতে হবে তারা বলেছে আমরা কঠোর সেবা দেওয়ার পরও ডাক্তার কথা লিখতে পারি নাই ।আমি কথা দিচ্ছি আমার সরকার জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আমরা পার্লামেন্টে পল্লীচিকিৎসকদের ডাঃ কথা লিখাসম্পর্কে উপস্থাপন করে চেষ্টা করব তাদের ডাক্তার কথা লিখার জন্য ।বিশেষ অতিথি মোহাম্মদ লায়ন মাসুদ রানা সাবেক সাধারণ সম্পাদক পোরশা বলেন আমরা পল্লী চিকিৎসককে আমি এবং আমার দল সকল সহযোগিতা করব তাদের বিপদে-আপদে আমরা সহযোগিতা করব। আরো এক বক্তা বলেন আমাদের চিকিৎসকবৃন্দ গ্রামের সর্বপ্রথম রোগীকে চিকিৎসা দিয়ে থাকে কারণ গ্রামে কোন এমবিবিএস ডাক্তার থাকে না তারা শহরে চেম্বার করে গ্রামের লোক গরিব বলে শহরে যেতে পারে না ।তাই বেশিরভাগ সাধারণ রোগী পল্লীর চিকিৎসক গন চিকিৎসা দিয়ে থাকেন।পরে সভাপতি সাহেব কমিটির নাম ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম পল্লী চিকিৎসক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজা শাহ পরিশেষে সভাপতি সাহেবের অনুমতিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version