শনিবার, নভেম্বর ২৩

পত্নীতলায় শীতল আবহাওয়া ও বৃষ্টির জন্য প্রার্থনা

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। মাঠের ফসলি জমি শুকিয়ে গেছে। এমন অবস্থায় নওগাঁর পত্নীতলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় নজিপুর পাবলিক মাঠে প্রায় শতাধিক মুসল্লি নিয়ে নামাজ আদায় করা হয়।

মোনাজাতের আগে দুই রাকাআত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ তায়ালার কাছে শীতল আবহাওয়া ও বৃষ্টির জন্য প্রার্থনা করেন পত্নীতলা উপজেলার সর্বস্তরের জনগণ।

নামাজের ইমাম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: আব্দুল মুকিম। তিনি বলেন, বৃষ্টি না হওয়ায় হাহাকার চলছে। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় ও দোয়া মোনাজাত করা হয়। আল্লাহ যেন রহমত নাযিল করেন, এটিই আমাদের উদ্দেশ্য।

 

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version