ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর পত্নীতলা থানার ১১০ জন গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে পত্নীতলা থানা হলরুমে উপহার সামগ্রী তুলে দেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মু: আব্দুল মমীন। আরও উপস্থিত ছিলেন পত্নীতলা থানা তদন্ত ওসি সেলিম রেজা। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, চাল, তেল, গুঁড়ো দুধ সহ মোট ৮ প্রকার আইটেম। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। তাদের এই কাজে উৎসাহ জোগানোর জন্য ঈদ উপলক্ষে পত্নীতলা থানার পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদেরকে উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি।