রবিবার, নভেম্বর ২৪

নতুন নিরাপত্তাসুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার নতুন সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।বর্তমানে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো ফোন নম্বর ব্লক করে এ সমস্যার সমাধান করা গেলেও প্রতিটি ফোন নম্বর আলাদাভাবে ব্লক করতে হয়। ফলে একটি নম্বর ব্লক করলেও অন্য নম্বর থেকে পাঠানো বার্তা জমা হয় হোয়াটসঅ্যাপে। আর এই সমস্যা সমাধানে এবার অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো সব ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ নিরাপত্তাসুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, অপরিচিত অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট সংখ্যার বেশি বার্তা এলেই সেই ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার নতুন সুবিধা চালুর জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.১৭.২৪ বেটা সংস্করণে সুবিধাটি ব্যবহার করা যাচ্ছে। হোয়াটসঅ্যাপের পরবর্তী হালনাগাদে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। আর এসব স্প্যাম বার্তার কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু তা-ই নয়, স্প্যাম বার্তার কারণে প্রতারণার শিকারও হন অনেকে। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে স্প্যাম বা ভুয়া বার্তা ঠেকানো সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version