আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলায় তিন পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।
রাণীনগর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় তিনটি পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বিএ, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজিত কুমার সাহা এবং আসাদুজ্জামান পলাশ, মির মোয়াজ্জেম হোসেন, ইয়াকুব আলী প্রামানিক, আহসান হাবিব মিলন, গোলাম রাব্বানী ও আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুষার বুলবুল, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রদ্যুত কুমার প্রামানিক এবং মামুন হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও বেদেনা বেগম, রুমা বেগম, মমতাজ বেগম সাথী এবং মর্জিনা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম বলেন, মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (৫ মে) দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।