শব্দদূষণ রোধে নওগাঁ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের বরুণকান্দি বাইপাস এলাকায় পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট। রবিবার (১৩ জুলাই ২০২৫) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত শব্দদূষণের দায়ে তিনটি ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৩টি ট্রাকের নিকট থেকে মোট ২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অভিযানে সরেজমিনে অংশগ্রহণ করেন এবং শব্দদূষণের ক্ষতিকর দিক নিয়ে উপস্থিত পরিবহন চালক ও স্থানীয় জনগণের মাঝে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।
অভিযান চলাকালে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং যানবাহনের গায়ে স্টিকার লাগিয়ে শব্দদূষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা হয়।
নাজমুল হোসাইন জানান, “শব্দদূষণ শুধু পরিবেশ নয়, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও ভয়াবহ প্রভাব ফেলে। আমরা চাই জনগণ নিজের সচেতনতা থেকেই এই বিপদের বিরুদ্ধে দাঁড়াক।” তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তায় দায়িত্ব পালন করে।