বুধবার, অক্টোবর ২৯

নওগাঁয় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত

 

 

নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে আড়াই ঘণ্টাব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় চুরি-ডাকাতি, সড়ক দুর্ঘটনা, মাদক বিস্তার, অবৈধ ইটভাটা ও মাটি কেটে পুকুর খনন, সোশ্যাল মিডিয়ায় গুজব (বিশেষ করে টাইফয়েড টিকাদান কার্যক্রম নিয়ে), কিশোর গ্যাং, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় উসকানি, মেলা, ইসলামী মাহফিল ও রাজনৈতিক সভাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীরা জেলার শান্তিপূর্ণ পরিবেশ অটুট রাখতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য কার্যকর কৌশল ও প্রস্তাব উপস্থাপন করেন। এসময় লিপিবদ্ধ সিদ্ধান্ত ও নির্দেশনাগুলো দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জেলায় গত পাঁচ বছরের অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি জানান, দেশের অন্যান্য জেলার তুলনায় এবং গত কয়েক বছরের তুলনায় ২০২৫ সালে নওগাঁয় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি নওগাঁর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন, সেনাবাহিনীর কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, রাজনৈতিক নেতা, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, “নওগাঁকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জেলায় পরিণত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।” তিনি আরও আহ্বান জানান, অহেতুক গুজবে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করতে এবং আইন মেনে দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত