শনিবার, সেপ্টেম্বর ১৩

নওগাঁয় অবৈধ পলিথিন বিরোধী অভিযানে মোবাইল কোর্ট

পরিবেশ রক্ষায় নওগাঁ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ পলিথিন ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদ।

অভিযানে দুইটি মুদি দোকান থেকে মোট ১১ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে দোকান মালিকদের নিকট থেকে মোট ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অবৈধ পলিথিন বিক্রি বা ব্যবহার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। বাজারের অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝেও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন—
অবৈধ পলিথিন আমাদের পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই ক্ষতিকর পণ্য আমাদের মাটির উর্বরতা নষ্ট করছে, ড্রেনেজ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে এবং জনস্বাস্থ্যের জন্যও ভয়াবহ ঝুঁকি তৈরি করছে। তাই পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি আমরা মানুষকে সচেতন করতেও সমান গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও বলেন, নওগাঁ জেলায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পরিবেশ অধিদপ্তরের মূল লক্ষ্য শুধু জরিমানা নয়, বরং জনসাধারণকে পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রতি আগ্রহী করে তোলা।

অভিযান চলাকালে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমের প্রশংসা করেন।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত