শনিবার, জুলাই ২৬

দেবীদ্বারে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে কুমিল্লার দেবীদ্বার উপজেলার হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “প্রতিটি মা-ই তার সন্তানের প্রথম শিক্ষক। আমাদের দেশে শিক্ষার প্রসার ঘটলেও আমরা গুণগত শিক্ষায় এখনও পিছিয়ে আছি। এই ঘাটতি পূরণে এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ। সহকারী শিক্ষক মো. শাহজালাল ভূঁইয়া ও মো. ওয়ালি উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান, ধামতী রৌশন আরা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিশিষ্ট ব্যবসায়ী মো. মজিবুর রহমান এবং মাওলানা মো. বাহাউদ্দিন।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আব্দুর রহিম, রিপন চন্দ্র দেবনাথ, এনএসআই-এর সাবেক পরিচালক গোলাম মোস্তফা চৌধুরী, অভিভাবক এলমাদ আলম বাবু, অ্যাডভোকেট হারুন অর রশিদ সবুজ এবং শিক্ষার্থী খাইরুজ অনিকা বিন্দু ও তন্ময় দেবনাথসহ অনেকে।
আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে এ+ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও এককালীন বৃত্তি প্রদান করে উৎসাহিত করা হয়।
সবশেষে, ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত