শুক্রবার, নভেম্বর ২২

দিনাজপুরে প্রতারণার অভিযোগে বিএসডিএ’র নির্বাহী পরিচালক ড.আব্দুস সালাম গ্রেপ্তার 

গরীব ,অসহায় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে গচ্ছিত  আমানত ফেরত না দিয়ে প্রতারণা করার অভিযোগে, দিনাজপুরে একটি বেসরকারি সংস্থা “বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট একাডেমী” (বিএসডিএ) এর নির্বাহী পরিচালক ড.মোঃ আব্দুস সালামকে আটক করে আদালতে প্রেরণ করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গত ১৮ মে ২০২৪ ইং তারিখে ফারজানা রিমা নামে এক ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় গতকাল ২৬ মে  তাকে আটক করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন ।
সরেজমিনে খোঁজ নিয়ে একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, বিএসডিএ’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালামের খপ্পরে পড়ে অনেক অসহায় মানুষ,অনেক পরিবার আজ সর্বস্বান্ত ও ধ্বংস হতে বসেছে ।
দিনাজপুর শহরের পুলহাট বড়পুল এলাকার মোঃ আজাহার আলীর মেয়ে ফারজানা রীমার দায়েরকৃত মামলাসুত্রে  জানা যায়, গত ২০২২ সালের ৩১মে সকালে ঈদগাহ আবাসিক এলাকায়’ বিএসডিএ’ এর প্রধান কার্যালয়ে গিয়ে তার স্বামী ,মা ও বোনের উপস্থিতিতে বিএসডিএ’র ঘূর্ণায়মান ঋনদান তহবিলে ১০লক্ষ টাকা দুই বছরের জন্য গচ্ছিত  রাখে। ১০ লক্ষ টাকা জমা রাখার এক বছর পেরিয়ে হঠাৎ নগদ টাকার প্রয়োজন হলে ২০২৩ সালের সেপ্টেম্বরে টাকা ফেরতের জন্য আবেদন করলে বিএসডিএ নির্বাহী পরিচালক মুনাফাতো দুরের কথা মুল  টাকা ফেরত দিতে বিভিন্ন ধরনের তালবাহানা করে এবং দিনের পর দিন সময় ক্ষেপন করতে থাকে।একই ভাবে গত ২০২৪ সালের ২০ এপ্রিল অনেক সাক্ষীর উপস্থিতিতে পুনরায় তার জমায়েত ১০লক্ষ টাকা ফেরত চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় ।শুধু ফারজানা রীমা নয় আরো অসংখ্য ব্যক্তির সঞ্চয় ,মাসিক ডিপিএস ,এককালীন আমানত সহ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করে আসছে।সাধারণ  মানুষের কষ্টার্জিত জমানো অর্থ ফেরত পেতে আইনের সুদৃষ্টি কামনা করেন একাধিক ভুক্তভোগী ।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত