জুলাইয়ের চেতনাতে জাগ্রত করে তুলতে ঝিনাইদহে পরিষ্কার পরিচ্ছন্ন ও পলিথিন নিষিদ্ধ অভিযান শুরু করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) সকালে শহরের দেবদারু এভিনিউতে পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থী। সেসময় শিক্ষার্থীরা ঝাড়––, বেলচা, কোদাল হাতে নিয়ে বিভিন্ন সড়ক, বসবার স্থান ও স্থাপনা পরিস্কার করে তারা।
শিক্ষার্থীরা জানায়, ঝিনাইদহ জেলা পরিষদের সহযোগীতায় তারা ‘স্বচ্ছ শহর সজাগ ইতিহাস’ কর্মসূচীর উপর কাজ করছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচী। এতে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক, স্থাপনা, স্থান পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। পাশাপাশি পলিথিনের ব্যবহার বন্ধে সকলকে আহ্বান জানানো হবে। পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।
শিক্ষার্থী ইলমা খাতুন জানান, শহর আমাদের তাই এ শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার দ্বায়িক্ত আমাদের। এছাড়াও পলিথিনের ব্যবহার বন্ধে সকলকে আহ্বান জানানো হবে। আর পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।
শিরোনাম
- ⭕ ফুয়াদ কাজী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
- ⭕ পটুয়াখালীতে অবৈধভাবে খাল ভরাট : বিপাকে মৎস্যজীবীরা
- ⭕বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ⭕ নেতিবাচক আচরণ করায় কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার
- ⭕বুয়েটের ঘটনা তদন্ত হচ্ছে : ওবায়দুল কাদের
- ⭕কম দামে গ্রাহককে গুণগত মাণসম্পন্ন পণ্য নিশ্চিত করতে হবে
- সারাদেশ
ঝিনাইদহে তরুন শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন ও পলিথিন নিষিদ্ধ অভিযান

সর্বশেষ সংবাদ
দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।
জনপ্রিয় পোস্ট
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত