মঙ্গলবার, আগস্ট ১২

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ শ্রাবনের কবরে শ্রদ্ধা নিবেদন

২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলিতে উদ্ভাসিত ছিল নওগাঁ জেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান। বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর, যারা প্রথম সারিতে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন এবং চেতনা ছড়িয়ে দেওয়ার কাজটি করে।

মঙ্গলবার সকালে নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামে অবস্থিত ২০২৪ সালের আন্দোলনে শহীদ মাহফুজ আলম শ্রাবনের কবরে একটি সুসজ্জিত পুষ্পস্তবক অর্পণ করে পরিবেশ অধিদপ্তর, যাতে লেখা ছিল—“জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫, শ্রদ্ধাঞ্জলি, পরিবেশ অধিদপ্তর, নওগাঁ”।

এই সময় উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হোসাইন, সহকারী পরিচালক, নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর। তিনি নিজ হাতে সহকর্মীদের সঙ্গে নিয়ে শহীদের কবরের সামনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করা হয়।

মোঃ নাজমুল হোসাইন বলেন, “শহীদ মাহফুজ আলম শ্রাবনের মতো তরুণেরা আমাদের সমাজে ন্যায়ের পথে দাঁড়ানোর যে শিক্ষা দিয়েছেন, তা আমাদের কর্মে, চেতনায় এবং দায়িত্বে প্রতিফলিত হওয়া উচিত। পরিবেশ রক্ষা যেমন নাগরিক দায়িত্ব, তেমনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাও একটি বড় সামাজিক আন্দোলন—এই দুইয়ের মিলেই একটি টেকসই ও সুবিচারভিত্তিক বাংলাদেশ গড়ে ওঠে।”

শহীদের সমাধিতে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ, শহীদ পরিবারের সদস্য, স্থানীয় শিশু ও তরুণরাও উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে এই আয়োজনটি রূপ নেয় এক আবেগঘন ও প্রেরণামূলক পরিবেশে।

নওগাঁ পরিবেশ অধিদপ্তরের এই সুনির্দিষ্ট ও অগ্রণী অংশগ্রহণ নিছক এক আনুষ্ঠানিকতা নয়, বরং তা হয়ে উঠেছে নতুন প্রজন্মের সামনে দায়িত্বশীলতার এক জীবন্ত অনুশীলন। যে প্রেরণায় শহীদ মাহফুজ জীবন দিয়েছিলেন, সেই চেতনা আজ অফিসকক্ষের গণ্ডি পেরিয়ে মাঠে এসে দাঁড়িয়েছে—এটাই ছিল মোঃ নাজমুল হোসাইন ও তাঁর টিমের বার্তা।

এইভাবে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর তাদের দায়িত্ববোধ, ইতিহাসচেতনা ও সামাজিক অঙ্গীকারের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে শ্রদ্ধা জানাল জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫-এ।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version