শুক্রবার, নভেম্বর ২২

গ্রুপ চ্যাট সুবিধা চালু করল টিকটক

র্তমান সময়ের জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক। ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে এটি বেশ জনপ্রিয়। অনেকেই এখান থেকে বিভিন্ন কনটেন্ট উপভোগ করেন। বিশ্বে এর শতকোটির বেশি ব্যবহারকারী রয়েছে। এতে এতদিন নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠানোর সুযোগ ছিল। তবে এবার একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদান করার সুযোগ এনেছে টিকটক।

ব্যবহারকারীদের নতুন এ সুবিধা দিতে নিজেদের অ্যাপে ‘গ্রুপ চ্যাট’ ফিচার যুক্ত করেছে টিকটক। এই সুবিধাটি কাজে লাগিয়ে সর্বোচ্চ ৩২ জনকে নিয়ে আলাদা গ্রুপ তৈরি করে বার্তাসহ বিভিন্ন কনটেন্ট বা আধেয় আদান-প্রদান করা যাবে। যার ফলে মেসেজিং অ্যাপের মতোই টিকটকের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের সুযোগ মিলবে।

তবে চাইলেই সব টিকটক ব্যবহারকারী গ্রুপ চ্যাট সুবিধা ব্যবহার করতে পারবেন না। টিকটক জানিয়েছে, এ সুবিধাটি ১৬ বছরের বেশি বয়সীরাই শুধু ব্যবহার করতে পারবেন।

টিকটকের তথ্যমতে, গ্রুপ চ্যাট সুবিধা চালুর জন্য টিকটকের ইনবক্স বাটন থেকে চ্যাট অপশন ট্যাপ করতে হবে। তারপর সেখান থেকে পছন্দের ব্যক্তিদের নাম নির্বাচন করতে হবে। এরপর ‘স্টার্ট গ্রুপ চ্যাট’ অপশনে ক্লিক করলেই গ্রুপ চ্যাট সুবিধা চালু হয়ে যাবে।

তবে আমন্ত্রণ না পেলে আপনি চাইলেও অন্যদের গ্রুপ চ্যাটে যুক্ত হতে পারবেন না। শুধু তা-ই নয়, টিকটকে বার্তা পাঠানোর সুযোগ বন্ধ থাকা ব্যক্তিদের গ্রুপ চ্যাটের আমন্ত্রণও পাওয়া যাবে না। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী গ্রুপ চ্যাট সুবিধা ব্যবহার করতে পারবেন।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version