দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির কামনা, ও আল্লাহর রহমতের আশায় হাজারো মানুষের আমীন আমীন ধ্বনিতে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হলো অরাজনৈতিক ও আধ্যাত্মিক সংগঠন মদিনার জামাত কামাল্লার হজরত পীর সাহেব হুজুর শাহশুফী আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার (রঃ) প্রতিষ্ঠিত বাৎসরিক দশদিনের খাছ ট্রেডিং মাহফিল, গতকাল সোমবার ১১ আগস্ট সকাল সাত ঘটিকায়, মদিনার জামাতের কেন্দ্রীয় কার্যালয়, মুরাদনগর, কুমিল্লায় কামাল্লা দরবার শরীফে এ মাহফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়,, মাহফিলে সভাপতিত্ব ও তালিম তাহাজ্জু এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত বাংলাদেশের সম্মানীত আমীর,কামাল্লা কামিল মাদ্রাসার সভাপতি আমীরে শরীয়ত,শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব,কামাল্লা দরবার শরীফ। মদিনার জামাতের মহাসচিব পীরজাদা মাওলানা হেদায়েতুল্লাহ খন্দকারের পরিচালনায়,দেশ ও জাতির কল্যাণে, দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির লক্ষ্যে, বয়ান ও তালিম পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা মুহাদ্দিস ডঃ বদিউল আলম সরকার সাহেব, প্রিন্সিপাল মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা ঢাকা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সুমধুর কন্ঠসুর আলহাজ্ব হযরত মাওলানা মহসিন কবির ইউসুফী (নারায়ণগঞ্জ), পীর সাহেব কদমতলী কুমিল্লা, আলহাজ্ব হজরত মাওলানা মোঃশাহীদুর রহমান, পীর সাহেব সোদ্রম মদিনার জামাত দরবার শরীফ, জিয়াপুর বুড়িচং।মদিনার জামাতের খলিফা মামুনুর রশীদ, মাওলানা মাহমুদুল হাসান দুবাই থেকে আগত মোঃ মোস্তফা ইসলাম ও মোঃ আনসার আহম্মেদ।ইন্ডিয়ান নাগরিক সহ মদিনার জামাতের অসংখ্য খোলাফা মোবাল্লেগ সহ বাংলাদেশ নুরে মদিনা ছাত্র কাফেলায় সকল সদস্যবৃন্দ ও সারা দেশ থেকে আগত অসংখ্য ওলামায়ে কেরাম মাহফিলে অংশগ্রহণ করেন, উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, কামাল্লা দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা, কামাল্লা দ্বীনিয়া সুন্নিয়া মাদ্রাসা , কামাল্লা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সারা দেশ থেকে আগত মদিনার জামাতের আশেকীন সালেকিন, অসংখ্য দ্বীনদার মুসলমান এ সময় উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ⭕ ফুয়াদ কাজী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
- ⭕ পটুয়াখালীতে অবৈধভাবে খাল ভরাট : বিপাকে মৎস্যজীবীরা
- ⭕বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ⭕ নেতিবাচক আচরণ করায় কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার
- ⭕বুয়েটের ঘটনা তদন্ত হচ্ছে : ওবায়দুল কাদের
- ⭕কম দামে গ্রাহককে গুণগত মাণসম্পন্ন পণ্য নিশ্চিত করতে হবে
- সারাদেশ
গুরুত্বপূর্ণ তালিম ও নছীহতের মাধ্যমে শেষ হলো মদিনার জামাতের ১০ দিনব্যাপী ট্রেনিং মাহফিল,

সর্বশেষ সংবাদ
দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।
জনপ্রিয় পোস্ট
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত