অনলাইন ডেস্ক: অবশেষে গুঞ্জনই সত্যি হলো। পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আজমকে।
রবিবার তাকে আবার অধিনায়ক করার কথা ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে নতুন এ অধিনায়কের কথা ঘোষণা করা হলো।
প্রসঙ্গত, ভারত বিশ্বকাপে চরম ব্যর্থতার পরপরই অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। শুধু বিশ্বকাপ ব্যর্থতাই নয়, এর আগেও এশিয়া কাপে ব্যর্থ ছিল পাকিস্তান। সেমিফাইনাল থেকেই নিতে হয়েছে বিদায়।