বৃহস্পতিবার, নভেম্বর ২১

কোটা আন্দোলনের জন্য আজ তার পরিবার  হারিয়েছে আবু সাঈদকে

অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সাঈদ আর বেঁচে নেই তবে শক্তির জোয়ার হয়ে আছে প্রতিটি ছাত্রের মাঝে।,শহীদ বীর আবু সাঈদ ছিলেন প্রখর মেধাবী ও সুস্পষ্টবাদী। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন,ইংরেজি বিভাগে। পড়াশোনার পাশাপাশি তিনি বেশ কিছু ছাত্রকে পড়াতেন এবং সেই টাকা দিয়ে তার পড়াশোনার খরচ চলত এবং পরিবারে যতটুকু সম্ভব সাহায্য করত। কিন্তু এই কোটা আন্দোলন যেটির জন্য আজ তার পরিবার তাকে হারিয়েছে। তিনি প্রথম শহীদ হন পুলিশের গুলিতে।

শহীদ সাঈদের মৃতুর পর পরেই সমগ্র ছাত্র জনতা উত্তাল হয়ে পড়ে বাংলার জমিনে।বর্তমানে আবু সাঈদের অনুপস্থিততে তার পরিবার অগোছালো জীবন পার করছে।

আবু সাঈদের পরিবার থেকে জানতে পারা যায়,আবু সাঈদের নিজ হাতে গড়া একটি সংগঠন আছে,যেটির নাম-আবু সাঈদ সংঘ।তিনি মূলত এই সংগঠনটি গঠন করেন ২০২১ সালের দিকে। বর্তমানে আবু সাঈদের শহীদ হওয়ায়,সংগঠনটির নাম রাখা হয় ‘শহীদ আবু সাঈদ’ সংঘ। এটি ছিলো আবু সাঈদের প্রানের সংগঠন।

আবু সাঈদ সংঘের প্রধান কাজগুলো ছিলো-গরীব,দু:খীদের পাশে দাড়ানোর পাশাপাশি গরীব মেধাবী ছাত্রদের বই,খাতার ব্যবস্থা করা ও সাহায্য করা। কিন্তু সেই আবু সাঈদ আর আমাদের মাঝে নাই। কোটা আন্দোলনের জন্য আজ তার পরিবার  হারিয়েছে আবু সাঈদকে।

কেইবা জানতো,পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হবেন! তার যে প্রানের সংগঠন, এখন তার অনুপস্থিততে মলিন হয়ে চেয়ে আছে,ওই রাস্তার দিকে। কবে আসবে সাঈদ,কবে সাঈদ পরখ দিবে সেই সংগঠনে।

এভাবেই সংগঠনের ঘরটি নিরব হয়ে চেয়ে থাকার পাশাপাশি অগোছালো জীবন পার করছে সাঈদের সংগঠনের সকল সদস্য। পরিবার থেকে অল্প বয়সে একটি মেধাবী সন্তান হারালে কতটা ক্ষত হয়,আপনার না গেলো আপনি বুঝবেন না।

শহীদ আবু সাঈদ সংঘ’র সদস্যের চাওয়া হচ্ছে  এখন,যেহেতু সাঈদ ভাই আর আমাদের মাঝে নাই। প্রথমেই তার নিজ হাতে গড়া সংগঠনকে জাতীয়করন করা।এছাড়াও সাঈদ ভাইকে স্বরন করে রাখার জন্য তার নামে রাস্তা-ঘাট,হাসপাতাল স্হাপন এবং বীরের মর্যাদা দেওয়া। এমন কিছু না করা হয় যেন তার নামে, যেখানে ইসলামি পরিপন্থী হয়।

সর্বশেষ একজন সদস্যভাই কেঁদে কেঁদে বলেন,আবু সাইদ ভাই গত মাসের ২৮ তারিখ নিজ হাতে সংগঠনে টাকা দিয়ে গিয়েছে, গরীব মেধাবী ছাত্রদের প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য। আবু সাঈদ ভাই আজ থাকলে এই মাসের ২৬ তারিখ আবারে আসতো।সময়ের সাক্ষী হয়ে এখন পড়ে থাকবে শহীদ বীর আবু সাঈদ সংঘ।  পড়ে থাকবে সাঈদের নিজ হাতে গড়া প্রিয় সংগঠনের ঘড়টি। হয়তবা,সাঈদের গড়া সংগঠনটিও আজ রাস্তার দিকে চেয়ে চেয়ে থাকবে,কখন আসবে সাঈদ, কখন পরখ ফেলবে সাঈদ সেই ঘরে। কিন্তু সাঈদের যে আর আসা হবে না। বীর আবু সাঈদ সংঘ যেনো মলিন না হয়,তার অনুপস্থিততে তার স্বপ্নগুলো উজ্জ্বল হয়ে ফিরুক এটাই সংগঠনের সকল সদস‌্যদের দাবী।

 

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত