নীলফামারীর কিশোরগঞ্জে পরীক্ষার ফি না দেওয়ায় আরিফ হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন সৃষ্টি বৈকালিন কোচিং সেন্টারের পরিচালক রুহুল আমিন।
ঘটনাটি ঘটেছে রোববার বিকালে উপজেলার উত্তর দুরাকুটি সড়কে অবস্থিত সৃষ্টি বৈকালিন কোচিং সেন্টারে। আহত ওই ছাত্র উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর মেকরাজপাড়ার মৃত জমশের আলীর ছেলে ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
আহত শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, কোচিং করার জন্য ক্লাসে গেলে ক্লাসের মডেল টেস্ট পরীক্ষার জন্য ৬৫০ টাকা চাইলে ফি দিতে না পারায় বাঁশের লাঠি দিয়ে আমার ডান হাতে আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। অবস্থা আশংকা জনক হওয়ায় আমার বন্ধুরা তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ছাত্রকে মারধরের বিষয়ে জানতে চাইলে সৃষ্টি বৈকালিন কোচিং সেন্টারের পরিচালক রুহুল আমিন জানান, আপনি কোথায় আছেন,আমি সন্ধ্যায় আপনার সাথে দেখা করব বলে এড়িয়ে যান।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, শিক্ষার্থীকে মারধরের কথা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।