শুক্রবার, নভেম্বর ২২

কয়রায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত

“স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” কয়রা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে খুলনা জেলার কয়রা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ইং ২৮ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৭ টায় র্্যালি কয়রা আদালতের সামনে থেকে সদরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন শেষে কয়রা আইনজীবী ইউনিট বারের হল রুমে একটি জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি ( সিনিয়র সহকারী জজ), কয়রা,খুলনা জনাব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কয়রা, খুলনা জনাব মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ কয়রা, থানা জনাব মোঃ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কয়রা আইনজীবী ইউনিট বারের সভাপতি এ্যাড. কমলেশ কুমার সানা, সহ সভাপতি এ্যাড. অম্বিকা চরন সানা, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুর রাজ্জাক, এ্যাড. মোঃ মোশাররফ হোসেন, এ্যাড. আনিছুর রহমান, এ্যাড. গোলাম মোস্তফা, এ্যাড. প্রভাষ কুমার সানা, এ্যাড. প্রদীপ কুমার তরফদার,প্যানেল আইনজীবী জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, কয়রা এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সৃষ্টি করেছেন, সেটা ইউনিয়ন পর্যায় থেকে সকল স্তরে পৌছে দিতে ও সচেতন করার জন্য কাজ করতে হবে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত