শুক্রবার, জুলাই ১১

এলাহাবাদ মহাবিদ্যালয়ের সভাপতি হলেন বিএনপি নেতা ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী এলাহাবাদ মহাবিদ্যালয়ের ম্যানেজিং (অ্যাডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে আগামী ছয় মাসের জন্য এই দায়িত্ব প্রদান করেছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম। তিনি জানান, জেলা প্রশাসন থেকে পাঠানো তিনজনের নামের তালিকা থেকে যোগ্যতা বিবেচনায় ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সীকে এই পদের জন্য মনোনীত করা হয়েছে।
ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর জ্যেষ্ঠ সন্তান। পরিচ্ছন্ন (নেতৃত্ব) ও শিক্ষানুরাগী হিসেবে তার পরিচিতি রয়েছে।

সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী বলেন, “এলাহাবাদ মহাবিদ্যালয় দেবিদ্বার উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এর শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করাই আমার মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “যারা আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এলাকাবাসী ও সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আমি বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (১০ জুলাই) শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে অনুমোদিত এই অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন:
সদস্য সচিব: অধ্যক্ষ এ.কে.এম জহিরুল ইসলাম সরকার
শিক্ষক প্রতিনিধি: মো. আতাউর রহমান
অভিভাবক প্রতিনিধি: মো. মোস্তাফিজুর রহমান

এদিকে, ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী সভাপতি নির্বাচিত হওয়ায় দেবিদ্বার উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত