হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ অন্যান্য আরোহীরা মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। তবে ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সোমবার (২০ মে) ইরানের গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়, “প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জনগণের জন্য দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হন। তিনি শহিদ হয়েছেন।”
এর আগে ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কোলিভান্দ বলেছিলেন, “ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। তবে পরিস্থিতি ভালো নয়। আমরা হেলিকপ্টারের দিকে এগোচ্ছি।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রে তৈরি করা “বেল-২১২” মডেলের। হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের। এতে পাইলটসহ ১৫ জন বসতে পারেন।
রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। তার সঙ্গে সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারে করে তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।