বুধবার, সেপ্টেম্বর ১৭

আত্রাইয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নওগাঁর আত্রাইয়ে শিক্ষা বিস্তারে সহায়ক হিসাবে ১৬০ শিশু শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে উন্নয়ন সহায়তা তহবিল (বিশেষ) প্রকল্পের আওতায় পাঁচুপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার হিসাবে ব্যাগগুলো দেওয়া হয়।
পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
অনুষ্ঠানে সহকারি শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক আহসান হাবীব, বিপ্লব হোসেনসহ পাঁচুপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত