বুধবার, সেপ্টেম্বর ১৭

আত্রাইয়ে জমি বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

 

 

নওগাঁর আত্রাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে খুন হয়েছেন মো. আজিজার রহমান (৭০)। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আজিজার রহমানের সঙ্গে তার ভাতিজা বাবু ও আব্দুল আলিমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় আজিজার রহমান তার ভোগদখলীয় জমিতে বেড়া দিচ্ছিলেন। এ সময় ভাতিজারা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাবু ও আব্দুল আলিম তাদের সহযোগীদের নিয়ে লাঠিপেটা করলে গুরুতর আহত হন আজিজার রহমান। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মুকুল হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে আত্রাই থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা পলাতক হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে।

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার ভোরে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে নিহতের ভাতিজা বাবু ও আলিমকে গ্রেপ্তার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, “জমি বিরোধের জেরে চাচাকে হত্যা করেছে ভাতিজারা। গ্রেপ্তারকৃত বাবু ও আলিমকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত

Exit mobile version