মঙ্গলবার, জুলাই ১৫

আত্রাইয়ে কাঁচা মরিচের দাম বৃদ্ধি ক্রেতারা বিপাকে

নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন হাট বাজারে হঠাৎ কাঁচা মরিচের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।সপ্তাহ ব্যবধানে যেখানে কাঁচা মরিচের দাম ছিল কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা, সেখানে শনিবার (১২ জুলাই) উপজেলার ভবানীপুর ও কাশিয়াবাড়ী হাটে একই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভবানীপুর হাটে সবজি বিক্রেতা চয়েন আলী বলেন, গত হাটে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৫০ টাকা ছিল, কিন্তু বর্তমানে তা বেড়ে ১৫০ থেকে ১৮০ টাকা হয়েছে। আজ সকালে পাইকারি বাজার থেকে ১৪০ টাকা টাকা দরে কাঁচা মরিচ কিনেছিলাম। সেগুলো এখন ১৬০ টাকা দরে বিক্রি করছি।তিনি আরও বলেন, বাজারে মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আমরা নিজেরাও বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছি। সদুপুর গ্রামের বিশিষ্ট কাঁচা মাল ব্যবসায়ী মো.নাজিমুদ্দিন বলেন, অতিবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিক্রেতারা আর ও জানান, মূলত বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে। ভবানীপুর হাটের ক্রেতা মো.ময়নূল হোসেন বলেন, এত বেশি দামে কাঁচা মরিচ কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আগে যা ৪০/৫০ টাকায় এক কেজি কিনতাম, এখন তা ১৫০ থেকে ১৮০ টাকায় কেজি দরে কিনতে হচ্ছে। এতে পরিবারের খাদ্য ব্যয় বেড়ে গেছে। সরকার বা কর্তৃপক্ষ যেন দ্রুত এই মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়। খোলাপাড়া গ্রামের ক্রেতা মো.আব্দুল জব্বার বলেন,হঠাৎ কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া হওয়ায় আমরা সাধারণ মানুষেরা পড়েছি বিপাকে। জানিনা কত দিন থাকবে কাঁচা মরিচের এরকম দাম। স্থানীয় বাজার মনিটরিং কর্তৃপক্ষ দ্রুত দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ক্রেতারা আশঙ্কা করছেন, যদি দাম এমনই বাড়তে থাকে, তবে আগামী দিনে কাঁচা মরিচ সাধারণের ক্রয়সীমার বাইরে চলে যাবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ ক্রেতারা স্বস্তিতে পণ্য কিনতে পারেন। বাজার মনিটরিং জোরদার করা হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত