মঙ্গলবার, জুলাই ৮

অশ্রুসিক্ত মোনাজাতে কামাল্লায় মদিনার জামাতের আশুরার মাহফিল সমাপ্ত

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লায় হাজারো মুসল্লির অশ্রুসিক্ত মোনাজাত ও ‘আমীন আমীন’ ধ্বনির মধ্য দিয়ে সমাপ্ত হলো মদিনার জামাতের দুই দিনব্যাপী পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালা মাহফিল। প্রতি বছরের মতো এ বছরও ৯ ও ১০ মহররম মদিনার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এই আধ্যাত্মিক আয়োজন অনুষ্ঠিত হয়।

মাহফিলটি মদিনার জামাত কামাল্লার প্রতিষ্ঠাতা হজরত পীর সাহেব হুজুর মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার (রহঃ)-এর স্মরণে আয়োজন করা হয়। সোমবার সকালে সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন মদিনার জামাত বাংলাদেশের আমীর ও কামাল্লার বর্তমান পীর সাহেব হুজুর, আমীরে শরীয়ত পীরে কামেল প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শাহ্, আ, ন, ম, সাইফুর রহমান খন্দকার। মাহফিলটি পরিচালনা করেন ছোট হুজুর পীরজাদা মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ খন্দকার।

মাহফিলে কুরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন দেশবরেণ্য আলেম, পীর মাশায়েখ ও শিক্ষাবিদগণ। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহ্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাসুম বাকী বিল্লাহ্, ড. মুফতী বদিউল আলম সরকার, প্রিন্সিপাল মাহমুদা খাতুন কামিল মাদরাসা (ঢাকা), মাওলানা হাবিবুল্লাহ্ বেলালী পীর সাহেব (সরাইল), আলহাজ্ব হযরত মাওঃ মোঃ মহসীন কবির ইউসুফী (নারায়ণগঞ্জ), পীর সাহেব কদমতলী (কুমিল্লা), মাওলানা মাহমুদুল হাসান জসীম, মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ্, শাহ্জাদা খাজা মঈনুদ্দিন খন্দকার মোঃ হাবিবুল্লাহ্ সরকার সহ আরও অনেকে।

বক্তাগণ তাদের বক্তব্যে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য কারবালার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে হুসাইনী চেতনায় জীবন গড়ার আহ্বান জানান। তারা নিয়মিত মদিনার জামাতের হাদিয়া তেলোয়াত ও আদর্শ মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় বাংলাদেশ নুরে মদিনা ছাত্র কাফেলার সকল সদস্য, কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, জামেয়া হাবিবিয়া সুন্নিয়া দ্বিনিয়া মাদ্রাসা, দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা ও আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার অসংখ্য ছাত্র-শিক্ষক সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।

মাহফিলের শেষ পর্যায়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, মঙ্গল এবং মদিনার জামাতের সকল আশেকীন, সালেকীন ও কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করে দীর্ঘ সময় ধরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কামাল্লার হজরত পীর সাহেব হুজুর। তার মোনাজাতের সাথে হাজারো মানুষের চোখের পানিতে এক আবহের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই মাহফিলের সমাপ্তি ঘটে।

দেশকাল টিভি -চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,ধন্যবাদ।

জনপ্রিয় পোস্ট

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.deshkaltv.com কর্তৃক সংরক্ষিত