আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকারের ইচ্ছে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব এবং এরপর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
শুক্রবার (২০ জুন) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, “জামায়াত সব সময় স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন চায়। আমরা মনে করি, ডিসেম্বরেই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, এরপর জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে।” নির্বাচনের সময় নিয়ে জামায়াতের নমনীয়তার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আমরা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তাব দিয়েছিলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও আমাদের আপত্তি নেই।”
রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব দিয়ে জামায়াতের এই নেতা বলেন, “শুধু সংসদ সদস্য নয়, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি ইলেক্টোরাল কলেজ গঠন করে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা হোক। এর মাধ্যমে একজন দলনিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারবেন।”
বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আমাদের অবস্থান থেকে কথা বলছি, বিএনপি তাদের অবস্থান থেকে কথা বলছে। তবে সব দলের সঙ্গেই জামায়াতের সুসম্পর্ক রয়েছে।” এছাড়া, একটি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের আলোচনার বিষয়ে তিনি জানান, অনেক বিষয়ে মতৈক্য হলেও কিছু ক্ষেত্রে এখনও ভিন্নমত রয়েছে, যা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কুমিল্লা জেলা আমির অধ্যাপক আব্দুল মজিদ এবং জামায়াতে ইসলামী ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, আয়নাঘরে নির্যাতিত নেতা ব্যারিস্টার আরমান, মোহনপুর ইউনিয়ন থেকে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম খাঁন মিজানসহ উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং চেয়ারম্যান ও কাউন্সিলর পদপ্রার্থীরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ ফেরদৌস আহমেদ ও মোঃ রুহুল আমীন খাঁন।